শিরোনাম
মিউনিখ, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির মধ্যে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪ এর সাইড লাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে আজ বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।