বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবেনা : প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটি পরিবারের বাসস্থান নিশ্চিত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবেনা। এ লক্ষ্যকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, এক সময় যাদের জায়গা ছিল না; ঘর ছিল না। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে জায়গা দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন।
আজ শনিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আশ্রয়ণ প্রকল্পবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
নির্বাচিত হওয়ার পর আজ শনিবার  প্রথমবার  আলফাডাঙ্গায় এলে  মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা হলরুমে সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন আব্দুর রহমান।
আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনসহ ও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমীন ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য তৌহিদুর রহমান মুক্ত প্রমুখ।