বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২

চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : পবিত্র রমজান মাস ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। ফলে পূর্বের নির্ধারিত কেজি প্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকা বহাল রইলো।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
এরআগে বৃহস্পতিবার সকালে খুচরা পর্যায়ে প্যাকেটজাত চিনি কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা কেজি নির্ধারন করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন নোটিশ জারি করে।