বাসস
  ১২ মার্চ ২০২৪, ১৪:৫৮

পদত্যাগে রাজি হাইতির প্রধানমন্ত্রী

কিংসটন(জ্যামাইকা), ১২ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করতে রাজি হয়েছেন। আঞ্চলিক এক বৈঠকের পর গায়ানার প্রেসিডেন্ট সোমবার এ কথা বলেছেন।
অনির্বাচিত নেতা হেনরি ২০২১ সালে দেশটির প্রেসিডেন্টকে হত্যার আগে ক্ষমতা নেন। নতুন সরকার গঠনের উদ্দেশ্যে পদত্যাগের জন্য তিনি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের প্রবল চাপের মুখে রয়েছেন।
সশস্ত্র দল যারা গত সপ্তাহ থেকে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছে তারাও হেনরির পদত্যাগ দাবি করেছে।
সিএআরআইসিওএম নামের আঞ্চলিক সংস্থার সভাপতি এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, আমরা একটি অস্থায়ী শাসন ব্যবস্থার প্রতি অঙ্গীকার ঘোষণা করতে পেরে আনন্দিত যেটি ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পথ সুগম করবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেই লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ স্বীকার করে নিচ্ছি।
উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলো রাজধানী পোর্ট অ প্রিন্সের অধিকাংশ এলাকা দখল করে এবং ব্যাপক সহিংসতা চালানোর প্রেক্ষিতে সিএআরআইসিওএম জ্যামাইকায় জরুরি বৈঠক আহ্বান করে।
পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশটির রাজধানী ও এর আশেপাশে মাসখানেক ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া রাত্রিকালীন কারফিউ’র মেয়াদও বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সিএআরআইসিওএম’র বৈঠকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনও যোগ দেন।