বাসস
  ১৩ মার্চ ২০২৪, ১৭:৫৭
আপডেট  : ১৩ মার্চ ২০২৪, ২০:৫৪

ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজ সোমালীয় উপকূলে নিয়ে যাচ্ছে জলদস্যুরা

ঢাকা, ১৩ মার্চ, ২০২৪ (বাসস) : সোমালীয় জলদস্যুরা হাইজকৃত বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে তাদের নিরাপদ অঞ্চলে নিয়ে যাচ্ছে। জাহাজটির মালিক কেএসআরএম-এর একটি সহযোগী সংস্থা এসআর শিপিং জাহাজটি উদ্ধারে অব্যহতভাবে জলদস্যুদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
কেএসআরএম গ্রুপের মিডিয়া অফিসার মিজানুল ইসলাম আজ বাসসকে বলেন, “আমরা এখনও জলদস্যুদের সাথে যোগাযোগ করতে না পারলেও, আমাদের কর্মকর্তারা কয়েকজন ক্রু সদস্যের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা আমাদের জানিয়েছেন যে-জলদস্যুরা জাহাজটি সোমালিয়ায় নিয়ে যাচ্ছে।” 
তিনি আরো বলেন, জাহাজে মোট ১৩ জন ক্রু রয়েছেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। 
মিজানুল বলেন, কেএসআরএম ও এসআর শিপিং বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক সংস্থাকে জানিয়ে তাদের সহযোগিতা চেয়েছে। 
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে সব ধরনের সহযোগিতা পাচ্ছি।’ 
তিনি বলেন, জলদস্যুরা এখন জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত ক্রু বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার কোন সুযোগ নেই- উল্লেখ করে মিজান বলেন, “আমরা আশাবাদী যে-সোমালিয়া উপকূলে জাহাজটিকে তাদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়ার পর জলদস্যুরা যোগাযোগ করবে। এছাড়াও জাহাজের যুক্তরাজ্য ভিত্তিক বীমাকারী ইতিমধ্যে জলদস্যুদের সাথে যোগাযোগ করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেছে।”