শিরোনাম
হুয়ালিয়েন, তাইওয়ান, ৪ এপ্রিল, ২০২৪(বাসস ডেস্ক) : তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৯৬ বার কম্পন অনুভূত হয়েছে।
তাইওয়ানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।
সবগুলো ভূকম্পনের উৎপত্তিস্থল হুয়ালিয়েন কাউন্টির উপকূলীয় এলাকা ও নিকটবর্তী জলভাগ। রিখটার স্কেলে অধিকাংশ ভূকম্পনের মাত্রা ছিল চার। চীনা স্থানীয় সময় বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে এসব কম্পন অনুভূত হয়।
তাইওয়ানে বুধবার ভয়াবহ ভূমিকম্পে ৯ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩ ভাগ।
হুয়ালিয়ান কর্তৃপক্ষ লোকজনের জন্যে ২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। যাদের বাড়িঘর ধসে গেছে তারা এখানে আশ্রয় নিয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে হুয়ালিয়েনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। পুরো তাইওয়ান থেকে সকল উদ্ধাকারী দল এসে হুয়ালিয়েনে উদ্ধার অভিযানে যোগ দেয়।