শিরোনাম
বান্দরবান, ৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণ দেখতে পাবে যে সন্ত্রাসীদের কোন জায়গা নেই। সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম তাদের মোকাবেলা করার জন্য। অভিযান চলমান রয়েছে। সবকিছুর সমন্বয়ে আমরা করছি, সবকিছু সমন্বিতভাবে হচ্ছে। সরকার যেটা চাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি।’
আজ রোববার বান্দরবান সেনাজোন মাঠে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত বছর জুন মাসে বলেছিলাম কুকি চীন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য যেসব ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশে ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি। তাদেরকে আমরা বিতারিত করেছিলাম। তারপরও তারা শান্তির আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতির চিন্তায় তারা উদ্দেশ্য জাহির করে ফেলেছে।’
সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর, বিজিবি, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা এ পরিস্থিতির মোকাবেলা করবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো বিশেষ করে যৌথ অভিযানের নেতৃত্ব দেয়া সেগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাঙ্গে করবো। আমরা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করতে হবে ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আতঙ্ক দূর করার জন্যই আমরা সশরীরে এখানে আসছি। গতকাল রাতেও কিছু সন্ত্রাসীকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদেরকে বিশ্বাস করেছিলাম। যেহেতু শান্তি আলোচনা হচ্ছে, শান্তি আলোচনা শেষ হয়নি, এর ভেতর ভিতরেই অশান্তি সৃষ্টি হয়েছে।’
আগাম তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, ‘আগাম তথ্য থাকলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতাম। আমরা তো তাদের বিশ্বাস করেছি। তারা তো দুইবার বসেছিল তৃতীয়বারও বসার কথা।’
তিনি বলেন, পরিস্থিতি যখন অশান্ত হয় তখন সেনাবাহিনীর দরকার। যখন শান্তি থাকবে তখন অসামরিক প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করবে।