বাসস
  ২০ এপ্রিল ২০২৪, ১৬:১৭

সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না : ইরাক

বাগদাদ, ২০ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : ইরাকের নিরাপত্তা বাহিনী শনিবার বলেছে, দেশটিতে রাতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা যুদ্ধবিমান ছিল না। ইরানপন্থী সশস্ত্র বিভিন্ন গ্রুপের একটি জোটের সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। এতে ঘাঁটিটি কেঁপে উঠে। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণের ব্যাবিলন প্রদেশের ক্যালসোর সামরিক ঘাঁটিতে এসব বিস্ফোরণ ঘটে। সেখানে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি ইরাকের ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশেদ আল-শাবি বাহিনীর সদস্যরা অবস্থান করে থাকে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর মিডিয়া ইউনিট এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমান প্রতিরক্ষা কমান্ড ‘বিস্ফোরণের আগে বা সময় ব্যাবিলন প্রদেশের আকাশসীমায় কোনও ড্রোন বা যুদ্ধবিমানের উপস্থিতি দেখেনি।’