শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৪ (বাসস): হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে ভিসার কার্যক্রম। এক তথ্য বিবরণীতে একথা বলা হয়।
এতে বলা হয়, হজ যাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিলো ২৯ এপ্রিল। কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় ১ম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় ২য় দফায় সময় বাড়ানো হয়েছে। এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে সকল হজ এজেন্সিকে এ বিষয়ে গতকাল পত্র দেওয়া হয়েছে।