বাসস
  ১১ মে ২০২৪, ১৬:৩৭

ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা

ময়মনসিংহ, ১১ মে, ২০২৪ (বাসস) : স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বজনীন পেনশনের বিকল্প নেই। আজ ময়মনসিংহে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য দেশের সকল নাগরিকদের চারটি পর্যায়ের যেকোনো একটি পেনশন স্কিম করা খুবই প্রয়োজন।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধূরী। অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিদপ্তরের পরিচালক শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।