বাসস
  ২২ জুন ২০২৪, ১২:০৯
আপডেট : ২২ জুন ২০২৪, ১৭:৩৯

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ জুন, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি আজ রাজ ঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শেখ হাসিনা ভারতের মহান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিনি সমাধিতে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।
এরআগে,তার আগমনে রাজ ঘাট সমিতির প্রধান তাঁকে স্বাগত জানান।