বাসস
  ২৮ জুন ২০২৪, ১৩:১৫

 ট্রাম্প অভিবাসন নিয়ে ‘অতিরঞ্জিত’ এবং ‘মিথ্যা বলছেন : বাইডেন

আটলান্টা, ২৮ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে দেশের অভিবাসন সংকটের অবস্থা সম্পর্কে অতিরঞ্জিত এবং মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।
আটলান্টায় ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের প্রচারণা নিয়ে এই দুই নেতার মধ্যে প্রথম বিতর্কের পর বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের স্বাগত জানানো হচ্ছে এমন ধারণা ‘একেবারে সত্য নয়।’
বাইডেন বলেন, এই ব্যাপারে ‘ট্রাম্প যা বলেছেন তা সমর্থন করার জন্য কোনও তথ্য-প্রমাণ নেই। অভিবাসন নিয়ে তিনি অতিরঞ্জিত করছেন। তিনি মিথ্যা বলছেন।’