বাসস
  ২৯ জুন ২০২৪, ১২:০২

বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ২০২০ থেকে ব্যাপক হ্রাস পেয়েছে

নিউইয়র্ক, ২৯ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্কটি বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত চ্যানেলে ৪৭.৯ মিলিয়ন দর্শক আকর্ষণ করেছে, যা ২০২০ সালের চেয়ে ব্যাপক কম। সিএনএন এ কথা জানিয়েছে।  
সিএনএন এই বিতর্কের আয়োজন করে এবং এর দু’জন বিখ্যাত সাংবাদিক  অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এই দুই প্রার্থীর প্রথমবারের উপস্থাপিত বিকর্ত ৭৩.১ মিলিয়ন দর্শক দেখেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬৩ মিলিয়ন দর্শক প্রত্যক্ষ করেছে।  
এই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হ্রাস পাওয়া সত্ত্বেও, বৃহস্পতিবারের লাইভ সম্প্রচারের দর্শক ছিল ক্রীড়া ইভেন্টের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর সবচেয়ে বেশি দর্শক আকর্ষণীয় ইভেন্ট। সিএনএন শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএন-এর গণনার চেয়ে এক ধাপ বেশি,তাদের হিসাবে মার্কিন নেটওয়ার্ক জুড়ে এই দর্শক সংখ্যা ৫১.৩ মিলিয়ন।
বিতর্কের হোস্ট হিসাবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দেয়, সিএনএন’র  প্রতিদ্ব›দ্ধী ফক্স নিউজ সহ সমস্ত বড় আমেরিকান স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।
চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে,ফক্স নিউজের ৯ মিলিয়নেরও বেশি দর্শক সিএনএন-এ টিউন করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়