শিরোনাম
রামাল্লা (ফিলিস্তিনী অঞ্চল), ৪ আগস্ট, ২০২৪(বাসস ডেস্ক) : ইসরায়েলি কারাগারে আটক বন্দীদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ করেছে শতশত ফিলিস্তিনী।
ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনীদের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে এ খবর প্রকাশের পর শনিবার রামাল্লা, নাবলুস ও দখলকৃত পশ্চিমতীরে তারা এ বিক্ষোভ করে।
বিক্ষোভকালে রামাল্লায় তারাবলেন, পুরো বিশ্ব বশ্যতা স্বীকার করলেও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেবো না।
চলতি সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বলা হয়েছে, গতবছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজা, পশ্চিমতীর ও ইসরায়েল থেকে হাজার হাজার ফিলিস্তিনীকে বন্দী করা হয়েছে।
তারা আরো বলেছে, তাদের অধিকাংশকেই গোপন স্থানে রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের অত্যাচার ও নির্যাতনও করা হচ্ছে।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত চার বন্দীর এক মা লতিফা আবু হামিদ বলেছেন, গত ১০ মাস ধরে আমি আমার সন্তানদের সম্পর্কে কিছুই জানি না। আমরা তাদের অবস্থা জানতে চাই।
ফিলিস্তিনী ওয়াচডগ প্রিজনার্স ক্লাব বলেছে, বর্তমানে ইসরায়েলি কারাগারে প্রায় নয় হাজার ৭০০ ফিলিস্তিনী আটক রয়েছে।
এদিকে জাতিসংঘের রিপোর্টের প্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগের এক রিপোর্টের জবাবে তারা বলেছিল, বন্দীদের সাথে আন্তর্জতিক আইন মেনেই আচরণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। একইদিন ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।
ইসরায়েলের এ হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৫৫০ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।