বাসস
  ০৪ আগস্ট ২০২৪, ১৪:১৫

চীনের পূর্বাঞ্চলে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ

বেইজিং, ৪ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : চীনের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় শনিবার রেকর্ডমাত্রায় পৌঁছেছে তাপমাত্রা।
আবহাওয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সূত্র মতে, র্প্বূাঞ্চলীয় হ্যাংজু শহরের তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে।
এটি পূর্বের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এরআগে ২০২২ সালে এ অঞ্চলে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজুতে এক কোটি ২৫ লাখ লোকের বসাবাস। এটি প্রযুক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত।
গরম আবহাওয়ার বর্ণনা দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ভুক্তভোগী লিখেছেন, “আমার মনে হচ্ছিল আমি গলে যাচিছ।”
 শনিবার বিকেলে চীনের উষ্ণতম ১০টি শহরেরই অবস্থান ছিল এই ঝিজিয়াং প্রদেশে।
বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। দেশটি অঙ্গীকার করেছে তারা ২০৩০ সাল নাগাদ নিঃসরণ কমিয়ে আনবে এবং ২০৬০ সাল নাগাদ জিরোতে নিয়ে আসবে।