শিরোনাম
কোপেনহেগেন, ৬ আগস্ট, ২০২৪(বাসস/এএফপি):গত জুনের গোড়ার দিকে কোপেনহেগেনের মধ্যাঞ্চলে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের উপর হামলার ঘটনায় একজন মদ্যপ পোলিশ নাগরিক মঙ্গলবার ডেনমার্কে বিচারের মুখোমুখি হচ্ছেন।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের দুই দিন আগে এই ঘটনা ঘটেছিল। ফ্রেডেরিকসেনকে ঘাড়ে আঘাত করে এবং জনসাধারণকে এই হামলা সম্পর্কে সতর্ক করার কারণে তাকে বেশ কয়েকটি কর্মসুচি বাতিল করতে হয়েছিল।
ফ্রেডরিকসেনকে ঘুষি মারার দায়ে অভিযুক্ত ৩৯ বছর বয়সী ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন,তিনি অপরাধের জন্য দোষী নন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বলেন, নেশার কারণে সে অনেক কিছুই মনে করতে পারছে না।
তদন্তকারীরা বলেছেন, তিনি সেই সময়ে অ্যালকোহল এবং ড্রাগে আসক্ত ছিলেন। তবে তিনি বলেছেন, হামলার শিকার ব্যক্তি যে ডেনমার্কের প্রধানমন্ত্রী ছিলেন তা তিনি জানেন না।
ডেনিশ মিডিয়া জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বেশ কয়েক বছর ধরে ডেনমার্কে বসবাস করছিলেন। তবে ডেনিশ সরকার গণমাধ্যমের কাছে তার নাম প্রকাশ করেতে অস্বীকৃতি জানিয়েছে।
ফ্রেডেরিকসেনের অফিস জানিয়েছে, তিনি নিরাপত্তারক্ষীদের সাথে ছিলেন। কোপেনহেগেনের কেন্দ্রে একটি স্কোয়ারে হামলায় তিনি ঘাড়ে সামান্য আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে দ্রুত দূরে সরে যেতে সক্ষম হয়েছিলেন।