শিরোনাম
জেরুজালেম, ৯ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : ইসরায়েল আগামী ১৫ আগস্ট গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের দাবির প্রেক্ষিতে তারা এ বিষয়ে আলোচনা করতে সম্মত হলো।
নেতানিয়াহুর দপ্তর বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের প্রস্তাবের পর ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে আগামী ১৫ আগস্ট আলোচকদের একটি প্রতিনিধি দল পাঠাবে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয় আলোচনা করতে সম্মত হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো।