বাসস
  ১৭ আগস্ট ২০২৪, ১২:৫৪

লেবাননে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত

বৈরুত, ১৭ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহ সংগঠনের অস্ত্র গুদামে হামলা চালানোর কথা জানিয়েছে। খবর এএফপি’র।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিহ এলাকায় ইসরায়েলের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে ‘একজন মহিলা এবং তার দুই শিশু রয়েছে এবং সেখানে হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’
ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, দেশটির বিমান বাহিনী রাতে নাবাতিহ এলাকায় লেবাননের হিজবুল্লাহ সংগঠনের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি ইসরায়েল সীমান্তের মাত্র ১২ কিলোমিটার (সাত মাইল) দূরে অবস্থিত।
গত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী তাদের সীমান্তে  প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।
সর্বশেষ এ হামলা এমন এক সময় চালানো হলো যখন আলোচনার মাধ্যমে গাজায় যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা চলছে।