বাসস
  ২৩ আগস্ট ২০২৪, ১৫:৪৪

রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

রাঙ্গামাটি, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস): জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে  আজ ত্রাণ বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। 
শুক্রবার দুপুরে রাঙ্গামাটি শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সমাগ্রী তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। 
এ সময় রাঙ্গামাটি জেলায় বিএনপির সহ-সভাপতি  মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জাসাস সভাপতি মো. কামাল হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ক্ষতিগ্রস্তদের মধ্যে রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও মোমবাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। 
জেলার বন্যা দুর্গত উপজেলাগুলোতে বিএনপি নেতৃবৃন্দ গতকাল থেকেই থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে বলে বাসসকে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ।