বাসস
  ৩০ আগস্ট ২০২৪, ১৬:৫৭

জয়পুরহাটে শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ কর্মশালা

জয়পুরহাট, ৩০ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুফলভোগী মা বা অভিভাবকদের নিবন্ধিত মোবাইল ফোনের এমএফএস একাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ শুক্রবার সকালে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোছা. নুরজাহান খাতুন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মহীউদ্দীন জাহাঙ্গীরের  সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব মো.  মিজানুল হক, পরিচালক (উপবৃত্তি) ড. নাছিমা বেগম, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, মু. জামাল হুসাইন খান, মাহবুবুর রহমান, জয়পুরহাট পিটিআই সুপারিনটেনডেন্ট আব্দুর রব প্রমুখ ।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।  
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তারেক মো. রওনাক আখতার জানান,উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় জেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,  মা অথবা অভিভাবক, মা, ইউনিয়ন পরিষদ সদস্য-সহ শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।