বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩

ইসরাইলি হামলায় দ্বিতীয় কমান্ডার নিহত হওয়ার কথা জানাল হিজবুল্লাহ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী শনিবার বলেছে, আগের দিন  বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫  যোদ্ধার মধ্যে তাদের দ্বিতীয় সিনিয়র কমান্ডারও রয়েছেন।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
তারা আরো বলেছে, আহমেদ মাহমুদ ওয়াহবি গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের মধ্যে হামাসের সমর্থনে গোষ্ঠীটির এলিট রাদওয়ান ফোর্সের সামরিক অভিযানসমূহের নেতৃত্ব দিয়েছিলেন। এই ৭ অক্টোবরের হামলার মধ্যদিয়ে গত বছর গাজা যুদ্ধ শুরু হয়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে তাদের বিমান হামলায় রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল ও আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।