বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩
আপডেট  : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩

শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম 

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন ।
তিনি আজ শনিবার ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর ইউনিয়নে শহিদ শ্রাবণের কবর জিয়ারত করেন। এ সময় নাহিদ ইসলাম শহিদ শ্রাবণের বাবার সাথে কথা বলেন এবং সান্তনা দেন।
উল্লেখ্য, শ্রাবণ গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে  শহিদ হন।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। ইতোমধ্যে সে ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে একশ’ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উপদেষ্টা বলেন, আহতদের নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা জরুরী আর্থিক সহায়তা তাদের পৌঁছে দিচ্ছি। আমরা আহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের পাশাপাশি যারা চোখ হারিয়েছে এবং পঙ্গত্ব বরণ করেছে তাদের পরিবারের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। 
তিনি বলেন, নিহত ও আহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কাজের ব্যবস্থা করে দেয়াসহ পুরো আন্দোলনের ইতিহাস, স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশন কাজ করছে। এর বাইরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেগুলো অব্যাহত থাকবে।
অনেকেই তালিকায় জায়গা পায়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, তালিকা এখনো শেষ হয়নি, স্বাস্থ্য মন্ত্রণালয় ৭০৭ জন শহিদের তালিকা করেছে। এর বাইরেও অনেকে গুম হয়েছেন, নিখোঁজ রয়েছেন সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। 
উপদেষ্টা নাহিদ বলেন, সকল জেলা প্রশাসক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে তালিকা চাওয়া হয়েছে। এসব তালিকা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।