বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফা ভোট গণনা চলছে

ঢাকা, ২২ সেপ্টেম্বর, (সিনহুয়া) : শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এম এ এল রতœায়েকে রোববার বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় দফা ভোট গণনায় ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)’র অনুড়া কুমারা দিশানায়েক এবং সামাগি জনা বালাওয়েগা (এসজেবি)’র সজিথ প্রেমাদাসার মধ্যে প্রতিযোগিতা হবে। প্রথম দফা গণনায় এরা সর্বোচ্চ ভোট পেয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে প্রথম রাউন্ডে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হয়েছেন।
কলম্বো থেকে সিনহুয়া জানায়, প্রথম দফা গণনায় অনড়া কুমারা দিশানায়েকে ৩৯.৫ শতাংশ এবং সজিথ প্রেমাদাসা ৩৪ শতাংশ ভোট পেয়েছেন।
রতœায়েকে বলেন, নির্বাচনে প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে ১৯৮১ সালের নির্বাচনী আইন অনুযায়ী দ্বিতীয় দফা ভোট গণনা করতে হবে।
তিনি বলেন, সকল ভোট গণনা কেন্দ্রকে দ্বিতীয় ও তৃতীয় পছন্দ গণনা করে তার ফল নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।
স্থানীয় মিডিয়া জানায়, শ্রীলঙ্কার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে এটাই ছিল প্রথম দ্বিতীয় দফার ভোট গণনা।