বাসস
  ০২ অক্টোবর ২০২৪, ১৫:৫৪

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি

ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস) : ভারতের পশ্চিমাঞ্চলে বুধবার একটি  বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর প্রাণহানি ঘটেছে।
নয়াদিল্লি থেকে একজন দমকল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের দক্ষিণপূর্বাঞ্চলীয় পুনের উপকণ্ঠে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির বিস্ফোরণ ঘটে।
প্রধান দমকল কর্মকর্তা দেবেন্দ্র পতফোডে সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট ও একজন প্রকৌশলী মারা গেছেন। আমরা ঘটনাস্থলে  পৌঁছে হেলিকপ্টারটি বিধ্বস্ত অবস্থায় পাই। এর বিভিন্ন অংশ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা হেলিকপ্টার থেকে তিনজন হতাহতকে বের করতে সক্ষম হয়েছি। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিরোধী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির ভাড়া করা হেলিকপ্টারটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সময় এলাকায় ঘন কুয়াশা ছিল।