বাসস
  ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৩
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩০

কৃষক লীগের সভাপতি সমীর ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ঢাকায় গ্রেফতার

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৪ (বাসস): বাংলাদেশ  কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে নগরীর বাড্ডা এলাকা থেকে  বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় ও নগরীর গুলিস্তান এলাকা থেকে  রাত ১০ টায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায়  তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।