বাসস
  ০৪ অক্টোবর ২০২৪, ১৩:৫৯
আপডেট  : ০৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৫

নোবেল পুরস্কার মধ্যপ্রাচ্যে শান্তির আশা জাগিয়েছিল

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৪ (বাসস) : সব নোবেল শান্তি পুরস্কারের মধ্যে ৩০ বছর আগে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার জন্য য়ে পুরস্কারটি দেওয়া হয়েছিল তা ছিল সবচেয়ে বিতর্কিত। তখন একজন বিজয়ীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং জুরি বোর্ডের এক সদস্য পদত্যাগ করেছিলেন এবং রক্তপাত ও হয়েছিল।
অসলো থেকে এএফপি আজ এ খবর জানায়।
অসলো চুক্তি স্বাক্ষরের এক বছর পর ১৯৯৪ সালের ১৪ অক্টোবর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রধান ইয়াসির আরাফাতকে শান্তি পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ও পররাষ্ট্র মন্ত্রী শিমন পেরেজকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
যখন ইসরাইল ফিলিস্তিন আলোচনার মাধ্যমে সংঘাতের চুড়ান্ত সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছিল নোবেল কমিটি তখন ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্টার জন্য তাদের উদ্যেগকে’ স্বাগত জানিয়েছে।
কমিটি সে সময় বলেছিল, ‘অসলো চুক্তির সমাপ্তি ঘটিয়ে আরাফাত, পেরেজ এবং রবিন শান্তি ও সহযোগিতার মাধ্যমে যুদ্ধকে ঘৃণার চোখে দেখার একটি ঐতিহাসিক প্রক্রিয়ায় যথেষ্ট অবদান রেখেছেন।
কিন্তু সেই আশা ক্ষণস্থায়ী প্রমাণিত হয়েছিল।