বাসস
  ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৮
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৫:০৯

সবচেয়ে বেশি বয়সে নোবেল জয়

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪(বাসস) : নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নোবেল জিতেছেন বিজ্ঞানী জন বি গুডেনাফ।
লিথিয়ান-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে রসায়নে নোবেল পুরস্কার পান।
২০২৩ সালের ২৫ জুন রোববার নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা যান এই বিজ্ঞানী।
লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ-চালিত গাড়ি চলছে।
জন গুডেনাফ ১৯২২ সালের ২৫ জুলাই জার্মানিতে জন্ম নেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। পরে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন।
তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি গবেষণা দলের নেতৃত্ব দেন। পরে তাঁর তত্ত্বাবধানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরগানিক কেমিস্ট্রি গবেষণাগার পরিচালিত হয়
এ ছাড়া তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ৩৭ বছর শিক্ষকতা করেন।