বাসস
  ১২ অক্টোবর ২০২৪, ১৮:২৬
আপডেট  : ১২ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

ইরানের সঙ্গে সম্পর্ক একটি ‘অগ্রাধিকার’ : পুতিন

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক মস্কোর জন্য একটি ‘অগ্রাধিকার’।

তুর্কমেস্তিানের আশগাবাত থেকে এএফপি জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনার পর তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে দু’দেশের দৃষ্টিভঙ্গি ‘খুব কাছাকাছি’।

পুতিন বলেন, ‘ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য একটি অগ্রাধিকার, তারা খুব সফলভাবে উন্নতি করছে।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছি, এবং বৈশ্বিক ঘটনাবলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি প্রায় ‘খুব কাছাকাছি’।