বাসস
  ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৮
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৩৯

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেফতার

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস):  সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, র‌্যাব ফারুক খানকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে। তিনি এখন ডিবি হেফাজতে আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় মামলা আছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।