শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বলেছেন যে তিনি চান ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং এর জন্য প্রচেষ্টাকে তিনি সমর্থন করেন।
কাজান থেকে এএফপি জানায়,কাজানে ব্রিকস সম্মেলনের উদ্বোধনী দিনে পুতিনকে মোদি বলেন, 'রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের বিষয়ে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি।'
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি যে সকল বিরোধ শুধুমাত্র শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। আমরা দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করি।'