বাসস
  ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৩৭

রমজান উপলক্ষ্যে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪ (বাসস) : পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল, ১০ হাজার মেট্রিক টন ছোলা এবং ৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ১০ম  বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, আজ এসিসিজিপি সভায় মোট ৮টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি থেকে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

একটি প্রস্তাবের অধীনে, টিসিবি প্রায় ৫৩ কোটি ১৮ লাখ টাকায় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) আওতায় প্রায় ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৩.১৫ টাকা।

অন্য একটি প্রস্তাবের অধীনে, টিসিবি প্রায় ১০১ কোটি ৯৯ লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়ান দুটি কোম্পানির কাছ থেকে ওপেন টেন্ডার পদ্ধতির (ওটিএম) আওতায় প্রায় ১০ হাজার মেট্রিক টন ছোলা সংগ্রহ করবে যার প্রতি কেজি ছোলার দাম হবে ১০৭.৩৯ টাকা।

১০ হাজার মেট্রিক টনের মধ্যে, ডিএসএল প্যাসিফিক পিটি লিমিটেড থেকে ৪ হাজার মেট্রিক টন এবং মেসার্স অস্ট-গ্রেইন এক্সপোর্ট পিটি লিমিটেড থেকে ৬ হাজার মেট্রিক টন ছোলা সংগ্রহ করবে টিসিবি।

টিসিবি আরও প্রায় ৬০ কোটি ৪৬ লাখ টাকা দিয়ে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ওটিএম’র আওতায় প্রায় ৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে । প্রতি কেজি চিনির দাম হবে ১২০.৯২ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এম/এস এক্সিলারেট এনার্জি এলপি থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৬৮৬ কোটি ৩৮ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে যার মূল্য প্রতি একক মূল্য হবে ১৪.৫৫ মার্কিন ডলার।

অন্য একটি প্রস্তাবে, পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এম/এস এক্সিলারেট এনার্জি এলপি থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৬৬৯ কোটি ৫১ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে যার প্রতি একক এলএনজির দাম হবে ১৪.৬৫ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরে (অর্থবছর ২৫) কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৩য় লটের অধীনে প্রায় ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার ক্রয়মূল্য ১৩১ কোটি ৭৬ লাখ টাকা। এ সারের প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৬৬ মার্কিন ডলার।

অন্য একটি প্রস্তাবের মাধ্যমে, বিসিআইসি চলতি অর্থবছরে (অর্থবছর ২৫) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে ৫ম লটে প্রায় ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার ক্রয়মূল্য ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা। এ সারের প্রতি টনের দাম পড়বে ৩৮২.৬৭ মার্কিন ডলার।

এছাড়াও, একটি প্রস্তাবে, বিসিআইসি ৬ষ্ঠ লটের অধীনে কাফকো, বাংলাদেশ থেকে প্রায় ১৩১ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে যার প্রতি টন সারের দাম হবে ৩৬৫.৩৮ মার্কিন ডলার।