শিরোনাম
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৪ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে দেশের পরিবেবেশের অগ্রগতির জন্য বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব অপরিহার্য।
আজ বাংলাদেশ সচিবালয়ে বিশ্বব্যাংকের জলবায়ু ও পরিবেশ বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকির বিরুদ্ধে দেশের সুরক্ষা শক্তিশালী করতে জীববৈচিত্র্য রক্ষায় এবং জনগণের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করবো।
বৈঠকে, তারা বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি, পরিবেশগত সুরক্ষা বাড়ানো এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের উপর দৃষ্টি নিবদ্ধ করেন।
ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মধ্যে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সম্প্রদায়ের স্থিতিস্থাপকতাকে উন্নত করে এমন উদ্যোগগুলোকে সমর্থনের জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বাংলাদেশের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি হলো দীর্ঘমেয়াদী পরিবেশগত স্বাস্থ্য ও আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিতসহ সব ধরনের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত বিবেচনার সমন্বয় করা।
জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ মোকাবেলায় প্রকল্প এলাকাগুলো খুঁজে নেয়া এবং কৌশলগত মধ্যস্থতার একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈঠক শেষ হয়।
উভয় পক্ষ এই উদ্যোগের ইতিবাচক প্রভাব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে। বাংলাদেশে পরিবেশগত অর্পিত দায়িত্ব ও টেকসই প্রবৃদ্ধির প্রতি তাদের সমর্থন পুনর্নিশ্চিত করেছে।
এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।