বাসস
  ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৫২
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:১১

জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : পর পর দুটো ব্যাটলগ্রাউন্ড স্টেটে জয়লাভ করলেন ডনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের প্রার্থীকে প্রথমে নর্থ ক্যারোলাইনা, তারপর জর্জিয়াতে জয়ী ঘোষণা করা হয়েছে। এর ফলে তার জয়ের সম্ভাবনা আরো স্পষ্ট হয়ে উঠেছে।

এই দুই জয় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে চূড়ান্ত জয়ের কাছা-কাছি নিয়ে গেছে। তাঁর খাতায় এখন ২৪৬ ইলেক্টরাল ভোট যোগ হয়েছে – নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০।

অন্যান্য সুইং স্টেট – পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা এবং অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলিতেই ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।

ডেমোর্ক্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ মনে হচ্ছে।