বাসস
  ২০ নভেম্বর ২০২৪, ২২:১৯
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:২৮

গণমানুষের নেতা তারেক রহমানের ৬০তম জন্মদিন কাটলো নীরবে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের জয়গান ও ভাবনার প্রতীক তারেক রহমানের আজ ৬০ তম জন্মদিন।  

তারেক রহমান নিজের পক্ষ থেকে তার জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আয়োজন করতে নিষেধ করে দিয়েছেন। এজন্য নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন না করলেও সামজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরেছেন।     

স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৬৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 

১/১১ এর পর নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে তারেক রহমানকে দিন কাটাতে হয়েছে। পতিত স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের কারণে দেড় দশকের বেশি সময় ধরে তারেক রহমান বাধ্য হয়ে  বিদেশে আছেন এবং বিদেশ থেকেও দল (বিএনপি) পরিচালনা করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দল নতুন উচ্চতায় পৌঁছেছে।