শিরোনাম
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।
প্রথা অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ট্রফিটি ঘুরবে। পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে। তারই অংশ হিসাবে আজ মঙ্গলবার নিজ সরকারি বাসভবন প্রাঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।
ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।
বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।