বাসস
  ১২ ডিসেম্বর ২০২৪, ২০:১৭

সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

ফাইল ছবি

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু হাই ইয়েন বলেছেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

গতকাল বুধবার সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

গ্রেস ফু তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন স্বত্ত্বেও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্ভাবনায় বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, “সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।

ফু বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী  কোম্পানীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে সিঙ্গাপুর সরকার।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দীর্ঘ ৫০ বছর যাবত বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিরাজ রয়েছে।