বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

কিশোরগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলার ভৈরব উপজেলায় আজ কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌঁনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার জগন্নাথপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন ও  আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী জেলার পিরিজকান্দিতে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমাবর সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দু’টি কাভার্ডভ্যান কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে একটি সিএনজি-চালিত অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি যখন ভৈরবের জগন্নাথপুর সেতু পার হওয়ার সময় সিএনজি-চালিত অটোরিকশাটি ওই দু’টি গাড়িকে ওভারটেক করছিল। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দু’টি কাভার্ডভ্যানের মাঝখানে অবস্থান নেয় অটোরিকশাটি। তখন অটোরিকশাটি প্রথমে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর কাভার্ড ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক-সহ দুই পুরুষ যাত্রী ও তিন নারী যাত্রী নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দু’টি আটক করা হয়েছে। 

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।