শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানায়, ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে কমপক্ষে ৪৫,০২৮ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে গাজা থেকে এএফপি জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহতের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় ১০৬,৯৬২ জন আহত হয়েছে।