শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৩তম বার্ষিকীতে সমগ্র জাতি আজ সোমবার বীর সন্তানদের স্মরণ করেছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হয়েছে।
ঢাকায় প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। সকালে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের সম্মেলন কক্ষে সব কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের বন্ধুপ্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী শহিদের এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। আজ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. শামীম আহসান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর, বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়। এছাড়া, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশিগণ এবং তাদের পরিবারবর্গ, এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনাপর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ মুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস। বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বাংলাদেশ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে কনসাল জেনারেল কনস্যুলেটে সবার অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল ইসরাত আরা, কনস্যুলেটের সব কর্মকর্তা ও কর্মচারী, তাদের পরিবার, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশী শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৪’ পালিত হয়েছে। এসময় কনস্যুলেট জেনারেল-এর কর্মকর্তা, কমচারী এবং ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।