বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০৪

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না : শারমীন মুরশিদ

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ যেমন আমাদের অন্তরে গাথা তেমনি ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোকেয়া দিবস উপলক্ষ্য ‘জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ’ শীর্ষক ‘সুলতানাদের স্বপ্ন ২০২৪’ এর সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘কথা বলো নারী’ সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। 

শারমীন এস মুরশিদ বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তোমাদের যে ভূমিকা রয়েছে,তা ইতিহাস রচনা করেছো। মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তা ধরে রাখতে চাই। 

তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজে আমাদের ছেলেদের সামনে থেকে মেয়েরা,  তোমাদের যে শক্তি দেখিয়েছো তা এক ধাক্কায় এদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে বিপ্লব ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। 

উপদেষ্টা বলেন, সমাজে মেয়েদের যে সংকীর্ণ দিক আছে তা  ব্যবহার করে দমিয়ে রাখা যাবে না। তোমাদের ভাবনা, চিন্তার মাধ্যমে তরুণ সমাজকে সাথে নিয়ে একটি পলিটিক্যাল সংগঠন তৈরি করতে পারো, যাতে প্রতিটি জায়গায় তোমাদের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারো।  

তিনি বলেন, জুলাই-আগস্ট এর আন্দোলনে তোমরা জীবন দিয়ে শিখিয়ে গেছো। সমাজে যে অন্যায়, নির্যাতন,দুর্নীতির অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তি পেতে আলোর পথ দেখাতে তোমরা  সংগ্রাম করে আমাদের শিখিয়ে দিয়ে গেছো। 

শারমীন মুরশিদ বলেন, এদেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেব না। সংস্কার করে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক মনোভাব আনতে হবে, যাতে দেশের মানুষ দল মত নির্বিশেষে সকলে মিলে সহবস্থানে বসবাস করতে পারে। 
 
সংগঠনের আহবায়ক নুসরাত হকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল বক্তৃতা করেন। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক উমামা ফাতেমা, জাফর মোহাম্মদ, শিক্ষার্থী  অ্যাডভোকেট মারিয়া ফারজানা, মৌমিতা নূর, লাবনী মন্ডল, তাহমিনা সেলী, সোনিয়া ইসলাম, তানিশা রহমান এবং উম্মে ইরফাত জাহানওবক্তব্য রাখেন। 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বেগম রোকেয়ার সময় থেকে বর্তমান সময়ের নারী রোকেয়ারা ২৪ এর গণঅভ্যুত্থানে লড়াইয়ে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। গ্লোবাল পরিস্থিতির যুগে নারী পুরুষের সমতা সমান তালে এগিয়ে যাচ্ছে।