বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর 

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ'র সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
   
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সিন্ডিকেটের ২৬৩তম সভায় সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-১ অধিশাখার প্রজ্ঞাপনমূলে (২০১৯ সালে ২৫ সেপ্টেম্বর) জারিকৃত সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইনের ৪৪ ও ৪৫ ধারা) অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্তিতে কোন কারণ দর্শানো ছাড়া অবসর প্রদান বিষয়ে উল্লেখ করা হয়। এ সংক্রান্ত বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি ক্ষেত্রে গ্রহণ ও চাকরি সংবিধিতে সংযোজন/অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় অদ্যকার সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।