বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০১

উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, ডেভথন (DEVTHON) ৫.০-এ তরুণদের অংশগ্রহণ আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

আজ সোমবার উপদেষ্টা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর স্বাধীনতা অডিটোরিয়ামে ডেভথন (DEVTHON) ৫.০-এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের উদ্ভাবন শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ  আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপি’ উপাচার্য মেজর জেনারেল মুহাম্মদ মাহবুব-উল আলম। ডেভথন (DEVTHON) ৫.০-এর পাঁচটি পর্ব-ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক-তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘‌Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।