শিরোনাম
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): কোরিয়ার তদন্তকারীরা সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আটক করতে তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিশংসিত প্রেসিডেন্টের আইনজীবী তাকে "অবৈধ এবং অকার্যকর" হিসেবে অভিহিত করেছেন। সিউল থেকে এএফপি এ খবর জানায়।
বার্তাসংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে আইনজীবী ইউন কাব-কেউন বরখাস্তকৃত নেতার তদন্তকারী সংস্থার ‘তদন্ত করার এখতিয়ার নেই’ উল্লেখ করে বলেন, ‘তদন্তের এখতিয়ার বহির্ভূত একটি সংস্থার অনুরোধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং তল্লাশি ও বাজেয়াপ্তের পরোয়ানা অবৈধ এবং অকার্যকর।’