শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে সরকার। সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ দশমিক ৯৫ টাকা দরে কেনার সুপারিশ করেছে সরকার।
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫ সালের প্রথম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি ক্রয় প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয় কমিটি।
এ ছাড়াও সরকার ৯৪ দশমিক ৯৫ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এতে ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির এ সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়।