শিরোনাম
দিনাজপুর, ৮ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং সাবেক দুই সংসদ সদস্যসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম আজ বুধবার বিকেলে ৪টায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম- এর আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন জেলা সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মাতা মাহবুবা আক্তার।
আজ বুধবার মামলাটি দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা নিয়ে মারপিট করে। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের রহমান-সহ আন্দোলনে অংশগ্রহনকারি কিছুসংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। বাদীর পুত্রকে ওইদিন আসামীরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভিকটিম মোবাশ্বের সদর হাসপাতালের বহিঃর্বিভাগে চিকিৎসা নেন। ওই ঘটনার পর তার পুত্র মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোন মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম মোবাশ্বের বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।
ওই ঘটনায় ভিকটিম মোবাশ্বের-এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে আজ দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- এর আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।