শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক একাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, আসামি সাধন চন্দ্র মজুমদার তার নামীয় ৫৬টি ব্যাংক একাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও আসামির কতিপয় অস্থাবর সম্পদ (ব্যাংক একাউন্ট) আদালত ইতোমধ্যে অবরদ্ধ করেছে।
এর আগে ২৩ জুলাই সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
গত বছরের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।