বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪

মহান ভাষা আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের মর্যাদা সমুন্নত রাখতে হবে 

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা আমাদের  ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিপ্লব সংগঠন করার শক্তি যুগিয়েছে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান পবিত্র কোরআনের সুরা আর-রাহমানের উদ্ধৃতি তুলে ধরেন।

তিনি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। এজন্য ভাষার গুরুত্ব অপরিসীম। মহাপরিচালক বলেন, মাতৃভাষা একটি জাতি বা গোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম শফিউল আলম তালুকদার, দারুল আরকাম ইবাদতেদায়ি মাদ্রাসা প্রকল্পের পরিচালক আব্দুস সবুর, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ার, রেজ্জাকুল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রক্তের মাধ্যমে আমাদের সব অর্জন করতে হয়েছে। তবে আমরা সফলতা ধরে রাখতে পারি না। ২০২৪ সালে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ধরে রাখতে সব কিছু করতে হবে। এই অর্জন করতে আমাদের যে রক্ত ও ত্যাগ করতে হয়েছে তা আমাদের স্মরণে রাখতে হবে। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য যারা রক্ত ও জীবন দিয়েছেন তাদের তালিকা করতে হবে।

মাতৃভাষা আল্লাহর সব চেয়ে বড় নেয়ামত উল্লেখ করে বক্তারা আরো বলেন, মাতৃভাষা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সু-উচ্চ স্থানে রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, তাহলেই ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের আত্মা শান্তি পাবে।

অনুষ্ঠান শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় দেশের অব্যাহত শান্তি, কল্যাণ ও অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।