বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪১

নোমানের মরদেহ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে : শুক্রবার চট্টগ্রামে দাফন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ১১টার দিকে তার মরদেহ বাসা থেকে পিজি হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়।

মরহুমের মেয়ে ও নাতি-নাতনি আমেরিকা থেকে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন এবং একই দিনে (২৭ ফেব্রুয়ারি) তার লাশ ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। 

পর দিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা পৃথক দু’টি নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।