বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৭:২২
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৪২

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এসিআই লিমিটেডের লভ্যাংশের চেক হস্তান্তর

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এসিআই লিমিটেডের লভ্যাংশের চেক হস্তান্তর করছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসিআই লিমিটেড বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬৯৭ টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এসিআই অনেক বড় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। তাদের প্রদানকৃত অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। 

উপদেষ্টা আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন, এ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে এক ধরনের আমানত। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রম আইন অনুযায়ী প্রদান করতে উৎসাহিত হবে। অনেক বড় প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানিসমূহ তাদের লভ্যাংশের অর্থ ফাউন্ডেশনে জমা দেবে।

উপদেষ্টা বলেন, এই তহবিলের অর্থ দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে। 

চেক হস্তান্তরকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, এসিআই লিমিটেডের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।