বাসস
  ০৯ মার্চ ২০২৫, ২১:২৮

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নামকরণ করা হয়ে হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’

এছাড়া একই ধারাবাহিকতায় রোববার আরো চারটি স্থাপনার নাম বদলে দিয়েছে এনএসসি।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপ। তার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠিতে এই স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সকলকে অবহিত করেছেন।

রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্সে শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।